অসুস্থ নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

 অসুস্থ নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। তিনি কয়েকদিন ধরে ভর্তি রয়েছেন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে খবর। আর তা জেনেই বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন বিকেলে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। রোগীর সঙ্গে দেখা করেন। তাঁর চিকিৎসা কেমন চলছে, সেসব নিয়ে চিকিৎসকদের কাছ থেকে খোঁজও নেন। সূত্রের খবর, হাসপাতাল থেকে বেরিয়ে রাজভবন যাবেন মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!