
সফরসূচিতে সামান্য পরিবর্তন! আজকের রাতের ফ্লাইটে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রীঃ সূত্র
মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের পরিবর্তিত সময়সূচি নিয়ে ধোঁয়াশা ছিল। রাজ্যের প্রধান সচিবালয় নবান্ন থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট কোনও সফরসূচি স্পষ্ট ভাবে জানানো হয়নি। তবে যদি কোনও বড় পরিবর্তন না হয়, তাহলে প্রায় নিশ্চিত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার, ২২ মার্চই লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। তবে সূত্রের খবর, তাঁর সফরসূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে ঠিক ছিল, তিনি শনিবার সকালে কলকাতা থেকে বিমান ধরবেন ৷ কিন্তু, এখন শোনা যাচ্ছে, তিনি শনিবার সন্ধ্যায় রওনা হতে পারেন। এছাড়াও, তিনি লন্ডনের হিথরো বিমানবন্দরে না গিয়ে অন্য কোনও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেন। এ ক্ষেত্রে শোনা যাচ্ছে, হিথরোর পরিবর্তে গ্যাটউইক বিমানবন্দর হয়ে তিনি লন্ডন পৌঁছতে পারেন। যদিও এখনও পর্যন্ত তাঁর চূড়ান্ত সফরসূচি সম্পূর্ণভাবে স্পষ্ট নয় এবং রাজ্য সচিবালয় নবান্ন থেকেও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে তার লন্ডন সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে। সফরসূচি নিয়ে দিনভর টানাপোড়েনে প্রথমে পরিকল্পনা ছিল, মুখ্যমন্ত্রী শনিবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। কিন্তু হিথরো বিমানবন্দরের কাছে একটি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। এর ফলে প্রায় ১৩৫১টি ফ্লাইট বাতিল করতে হয়েছে এবং আপাতত হিথরো থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনও অনিশ্চিত। এই কারণে মুখ্যমন্ত্রীর লন্ডন সফর প্রথমে স্থগিত করা হয়েছিল এবং জানা গিয়েছিল যে তিনি ২২ মার্চের পরিবর্তে ২৪ মার্চ লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। তাই নতুন করে সফরসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে দীর্ঘ ১৮ ঘণ্টা হিথরোয় বিমান ওঠানামা বন্ধ থাকার পর তা স্বাভাবিক হতে শুরু করেছে বিমানবন্দরে। এরপরেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। এখন প্রশাসন আলোচনা করছে, তিনি হিথরোর পরিবর্তে কোন বিকল্প বিমানবন্দরে নামতে পারেন। এই বিষয়ে হিথরোর কাছের স্ট্যানস্টেড বা গ্যাটউইক বিমানবন্দর নিয়ে আলোচনা চলছে। তবে নবান্নের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সফরসূচি বহাল রয়েছে, কেবলমাত্র ফ্লাইটের সময় পরিবর্তিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ফলে তাঁর সফরকে ঘিরে জল্পনা চলছে। নবান্নের একটা সূত্র থেকে মুখ্যমন্ত্রী সফরসূচি সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে শনিবার কলকাতা বিমানবন্দর থেকে ইমিরেটস ফ্লাইট AK 573-এ থেকে দুবাই রওনা দেবেন রাত ৮টা ২০ মিনিট নাগাদ, যা দুবাই পৌঁছাবে রাত ১২টা ১৫ মিনিটে। সেখান থেকে রাত ২টো ৫০ মিনিটের বিমানে করে স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ গ্যাটউইক বিমানবন্দরে পৌঁছতে পারেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের প্রতিনিধি দল। এরপর সেখান থেকে গাড়িতে প্রায় দেড় ঘণ্টায় তাঁর গন্তব্য লন্ডনের তাজ জেমস কোর্ট হোটেলে পৌঁছোনোর কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। যদিও এই সফর সূচিকেই এখনও চূড়ান্ত বলা যাচ্ছে না। কারণ, নবান্নের তরফ থেকে এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। যদি এই সফরসূচি অপরিবর্তিত থাকে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য পূর্বঘোষিত যে সূচি রয়েছে, তার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।