দাবিদাওয়া ও অভিযোগ জানাতে আগামীকাল থেকে শুরু হচ্ছে নয়া জনসংযোগ কর্মসূচি, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’

ঘোষণা হয়েছিল আগেই ৷ বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে শুরু হতে চলেছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের নয়া জনসংযোগ কর্মসূচি সরাসরি মুখ্যমন্ত্রী ৷ এর মাধ্যমে এ বার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন সাধারণ মানুষ ৷ সব ঠিকঠাক থাকলে, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এই কর্মসূচির সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। নবান্ন সূত্রে খবর, এটি চালু হয়ে গেলে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর সচিবালয়ে যোগাযোগ করে নিজেদের সমস্যা বা দাবিদাওয়ার কথা জানাতে পারবেন। মে মাসের ২৬ তারিখে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই দিন বাকুঁড়ার পাত্রসায়রে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’ ছিল। কিন্তু পর দিনই সিবিআই তাঁকে কলকাতার দফতরে হাজিরা দিতে বলায় বাঁকুড়ার কর্মসূচি অসম্পূর্ণ রেখেই রওয়া দেন অভিষেক। তাঁর বদলে কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে পাত্রসায়রের জনসভায় বক্তৃতা দেন মমতা। সেই বক্তৃতাতেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন তিনি।

error: Content is protected !!