আপাতত বিপদ মুক্ত এআর রহমান, শীঘ্রই বাড়ি ফিরছেন!

রবিবার সাতসকালেই সঙ্গীতমহলে উদ্বেগ। জানা যায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয় তাঁর। যদিও একটি সূত্রে জানা যায়, বিদেশ থেকে ফিরেই ঘাড়ে ব্যথার কারণে শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন রহমান। পরে একটি সূত্রে জানা যায়, চিকিৎসকেরা জানিয়েছেন সম্ভবত জল বিয়োজনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরেছিলেন তিনি। তখন থেকেই শরীরে অস্বস্তির কথা জানাচ্ছিলেন। রবিবার সকালে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনে করা হচ্ছে, রমজানের উপবাসের সঙ্গেই দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। আপাতত বিপন্মুক্ত তিনি। রহমানের শারীরিক পরিস্থিতির দিকে খেয়াল রাখছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সঙ্গীত পরিচালক যে আপাতত সুস্থ, শীঘ্রই বাড়ি ফিরবেন সে কথাও জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “এআর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জেনেই আমি চিকিৎসকদের ফোন করি। তাঁরা আশ্বস্ত করেছেন সঙ্গীত পরিচালক আপাতত বিপন্মুক্ত, শীঘ্রই বাড়ি ফিরতে পারবেন।” রবিবার সকালে খবর মেলে হঠাৎই বুকে ব্যথা, চেন্নাইয়ের চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমানকে। সুরকারকে জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছিল। শিল্পীর ECG, ইকো কার্ডিওগ্রাম ও অ্যাঞ্জিওগ্রাফিও হয়েছে বলে খবর মিলেছিল। তবে চিকিৎসকরা সমস্তকিছু পরীক্ষা করে জানান ৫৮ বছর বয়সী রহমান সুস্থ আছেন। তাঁর অসুস্থতা গুরুতর কিছু নয়। রবিবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছিল। পাশাপশি সঙ্গীতশিল্পী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে যে খবর শোনা গিয়েছিল, সেটিও ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছে সঙ্গীত শিল্পীর টিম। শিল্পী মুখপাত্র বলেন, ‘হার্ট সংক্রান্ত বিষয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। রহমান হাসপাতালে গিয়েছিলেন কারণ তিনি ডিহাইড্রেটেড হয়ে পড়েছিলেন। তিনি গতকালই (শনিবার) লন্ডন থেকে ফিরেছেন এবং দীর্ঘ ভ্রমণের কারণে তাঁর ঘাড়ে ব্যথা শুরু হয়। আর রোজা রাখার কারণে তিনি ডিহাইড্রেটেড হয়ে পড়েন। এরপর রাতেই তাঁকে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 

error: Content is protected !!