হোমগার্ড- সিভিক ভলান্টিয়ার পদে নারায়ণী সেনা নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কোচবিহারে গিয়ে কামতাপুরি ও রাজবংশি সম্প্রদায়ের মানুষদের জন্য বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের জন্য নিজের উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে দ্রুত কলকাতায় ফেরার তাড়া ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তার মাঝেই অনন্ত মহারাজের ডাকে কোচবিহার গিয়ে চিলা রায়ের জন্মদিবসে বিশেষ কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে জানিয়েছেন, ‘বীর চিলা রায়কে সম্মান জানিয়ে তাঁর ১৫ ফুট উচ্চতার একটি মূর্তি করবে রাজ্য সরকার। রাজ্য পুলিশ নারায়ণী সেনাদের নিয়োগ করা হবে। হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করা হবে। এতে প্রায় ৭০০-৮০০ ছেলেমেয়ের চাকরি হবে।’ কোচবিহার ২ ব্লকের সিদ্ধেশ্বরী এলাকায় বুধবার বীর চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেছিল দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সেই অনুষ্ঠানেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, কোচবিহার তথা কামতাপুরী ও রাজবংশীদের জন্য রাজ্য সরকার একগুচ্ছ কাজ করছে। মুখ্যমন্ত্রী বুধবার

জানিয়েছেন, ‘গেরিলা কায়দায় লড়াই করতেন বীর চিলা রায়। ছত্রপতি শিবাজির মতো চিলা রায় সম্মানিত। আমরা চাই বীর চিলা রায়ের বীরত্ব সমগ্র ভারত জানুক। ইতিমধ্যে রাজ্য পুলিসে নারায়ণী সেনা ব্যাটেলিয়ন তৈরি হয়েছে। অনন্ত মহারাজের অনুরোধ মাত্র দশ দিনে ৩৭ লক্ষ টাকা ব্যয়ে মহাবীর চিলা রায় রোড তৈরি করেছে রাজ্য সরকার। কোচবিহার ২ ব্লকে একটি কমিউনিটি হল তৈরি হবে। যার নাম হবে মহাবীর চিলা রায় কমিউনিটি হল। সেখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।’ তিনি আরও জানিয়েছেন, ‘৩০০ কোটি টাকা ব্যয়ে কোচবিহারকে হেরিটেজ টাউন তৈরি করা হচ্ছে। নবদ্বীপের মতই রাজবংশী মানুষদের জন্য ২৭ একর জমিতে ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। তাঁর জন্মদিনে রাজ্য সরকার ছুটি দেয়। ১৭ একর জমিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হবে। মূল ক্যাম্পাসের নাম পঞ্চানন নগর। ৫ কোটি টাকা ব্যয়ে রাজবংশী ভাষা অ্যাকাডেমি তৈরি হয়েছে। ৫ কোটি ব্যয়ে কামাতাপুরী ভাষা অ্যাকাডেমি হয়েছে। ২০০টি রাজবংশী স্কুল তৈরি হচ্ছে।’ এরপর শিবচণ্ডি পুজো করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন অনন্ত মহারাজ। 

error: Content is protected !!