দিল্লিতে মরশুমের শীতলতম দিন, তাপমাত্রা নামল ৫.৩ ডিগ্রিতে

মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল রাজধানী। মঙ্গলবার দিল্লিতে তাপমাত্রার পারদ নেমে যায় ৫.৩ ডিগ্রি সেলসিয়াসে। গত দু’বছরের রেকর্ড ভেঙে এটিই সবচেয়ে কম তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে কার্যত ঠক ঠক করে কেঁপেছে দিল্লিবাসী। IMD ইতিমধ্যেই একটি হলুদ সতর্কতা জারি করেছে বুধবারের জন্য। এদিনও পারদ নিম্নমুখীই থাকার পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তার মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত দেখছে দিল্লি। একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে উত্তর ভারতের সমতলভাগে। ফলে বুধবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী শহরে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের অন্য শহরগুলিতেও কনকনে শীত বজায় রয়েছে। কাঁপছে কানপুর, আগ্রা। এই দুই শহরে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১.১ এবং ১ ডিগ্রি সেলসিয়াস।

error: Content is protected !!