৫০ জনকে নিয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড়, ঈদের আগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

করোনা পরিস্থিতিতেও অন্য রাজ্যের মতো বাংলায় সম্পূর্ণ লকডাউনের পক্ষে এখনই নন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আবার করোনা আবহে ইদের মুখে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড় দিয়েছেন মমতা। ৫০ জনকে নিয়ে এই অনুষ্ঠান করা যাবে। তবে, ভাইরাসের কথা মাথায় রেখে এবার রেড রোডে ইদের নমাজ পাঠ করা হবে না। ইদের দিন বাড়িতে বসেই প্রার্থনা করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে সম্পূর্ণ লকডাউন চালু করা না হলেও লোকাল ট্রেন পরিষেবা আপাতত ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। গণপরিবহণেও রাশ টানা হয়েছে। পাশাপাশি জিম, স্পোর্টস কমপ্লেক্স, সিনেমা হল, রেস্তরাঁ, পানশালা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বাজার খোলার সময়ও নির্দিষ্ট করা হয়েছে।

error: Content is protected !!