কঙ্গোতে নৌকায় অগ্নিকাণ্ড, মৃত্যু সংখ্যা বেড়ে ১৪৩

আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নৌকায় অগ্নিকাণ্ড ! যার জেরে অন্তত ১৪৩ জনের মৃত্যু হয়েছে ৷ কঙ্গোয় এই ভয়ানক দুর্ঘটনায় এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে ৷ আগুন লাগার পর নৌকাটি নদীতে উল্টে যায় বলে গতকাল (শুক্রবার) স্থানীয় কর্মকর্তারা জানান। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে কারোর প্রাণ গিয়েছে জলে ডুবে, কারও মৃত্যু হয়েছে জীবন্ত দগ্ধ হয়ে ৷ জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর ইকুয়েটুর প্রদেশের রাজধানী এমবানডাকার কাছে ৷ রুকি ও বিশ্বের সবচেয়ে গভীর কঙ্গো নদীর সংযোগস্থলে এই বিপর্যয় ঘটে। কাঠের নৌকাটিতে আগুন ধরে যাওয়ার সময় তাতে শত শত যাত্রী ছিলেন বলে জানান ওই অঞ্চলের জাতীয় সহকারীদের প্রতিনিধিদলের প্রধান জোসেফিন-প্যাসিফিক লোকুমু। সংবাদসংস্থা এএফপিকে তিনি বলেন, “বুধবার পর্যন্ত ১৩১ জনের মৃতদেহ উদ্ধার করা হয় ৷ বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে আরও ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে বেশ কিছুজন পুড়ে গিয়েছেন ৷ স্থানীয় এক নেতা জোসেফ লোকন্ডো, যিনি ওই মৃতদেহগুলি শেষকৃত্য করেছেন তিনি অস্থায়ীভাবে জানিয়েছেন যে ১৪৫ জন মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে কেউ কেউ আগুনে পুড়ে গিয়েছেন, কারও প্রাণ গিয়েছে জলে ডুবে ৷

error: Content is protected !!