পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, কংগ্রেসের কার্যকরী কমিটির সভায় পাশ নিন্দা প্রস্তাব

পহেলগাঁও জঙ্গি হামলার বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বৈঠকে বসে কংগ্রেসের কার্যকরী কমিটি (সিডব্লুসি) ৷ দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাবও পাশ হয়। কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা হল এই কমিটি ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দুই প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি, সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি-সহ দলের শীর্ষ নেতারা সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতেই হামলায় নিহতদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় ৷ তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় বৈঠক। জঙ্গি হামলার পর আমেরিকা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ তিনিও এই বৈঠকে যোগ দিয়েছেন। এরই মধ্যে এদিন সন্ধ্যায় হামলার বিষয়ে একটি সর্বদলীয় বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ৷ কংগ্রেসের আশা, তিনি সমস্ত রাজনৈতিক দলের আস্থা অর্জন করে সম্মিলিত সংকল্প তৈরি করবেন। এর আগে খাড়গে এবং রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ থেকে শুরু করে কংগ্রেসের স্থানীয় নেতাদের সঙ্গে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে বিস্তারিত চর্চা করেছেন ৷ এই ঘটনাকে ভারত রাষ্ট্রের উপর সরাসরি আক্রমণ বলে অভিহিত করেছিলেন কংগ্রেস সভাপতি ৷ তিনি বলেছিলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে সমগ্র দেশ কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে।” তিনি জঙ্গিদের খুঁজে বের করার জন্য সরকারকে সর্বশক্তি ব্যবহার করার আহ্বানও জানিয়েছিলেন ৷ সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শও দিয়েছিলেন হাত শিবিরের প্রথম দলিত সভাপতি। খাড়গে বলেছিলেন, “আমাদের অবশ্যই যথাযথ প্রতিক্রিয়া দিতে হবে ৷ এ ব্যাপারে আমরা সবাই এক ৷ সবাই এক হয়ে লড়ব। এটা পরস্পরের দিকে আঙুল তোলার সময় নয়। আমরা চাই সরকার সমস্ত শক্তি কাজে লাগিয়ে জঙ্গিদের খুঁজে বের করুক ৷”

error: Content is protected !!