মেট্রো ডেয়ারি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অধীর

মেট্রো ডেয়ারি মামলায় হাইকোর্টের রায় গিয়েছে রাজ্য সরকারের পক্ষে। মুখ পুড়েছে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর। তবে ‘আশাহত’ হলেও হাল ছাড়েননি অধীর। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে। উল্লেখ্য, জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। গত ৩ জুন হাইকোর্ট খারিজ করে দিয়েছিল অধীরের মামলা। রায় দেওয়ার সময় বিচারপতি জানিয়েছিলেন, মেট্রো ডেয়ারি হস্তান্তরের ক্ষেত্রে কোনও রকম অনিয়ম হয়নি। আইন মেনেই প্রক্রিয়া সম্পন্ন করেছে রাজ্য সরকার। আর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যাচ্ছেন অধীর। উল্লেখ্য, কী কারণে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করা হয়েছে, তা জানতে কলকাতা হাইকোর্টে মামলা করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, রাজ্যের সিদ্ধান্ত সঠিক। দুর্নীতির কোনও ঘটনাই ঘটেনি। রাজ্য সরকার যদি ঠিক করে কাকে কোন দামে কোনও সরকারি সম্পত্তি বিক্রি করবে সেখানে আদালতের হস্তক্ষেপের কোনও জায়গা থাকে না। একই সঙ্গে ওইদিন অধীরবাবুর মামলাটি খারিজও করে দিয়েছে আদালত। সন্দেহ নেই এই রায় অধীররঞ্জন চৌধুরীর কাছে যেমন বড় ধাক্কা তেমনি রাজ্য সরকারের কাছেও বড়সড় জয়। সব থেকে বড় কথা এই ঘটনায় অধীরবাবু যে সিবিআই তদন্ত চেয়ে এই মামলা ঠুকেছিলেন সেটিও এদিন খারিজ করে দিয়েছে আদালত। আদালত সাফ জানিয়েছে, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়েছে বলে তাঁরা মনে করেন না।