বিজেপি নেত্রী নূপুরের বিতর্কিত মন্তব্য জেরে দেশজুড়ে অশান্তি, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্য জেরে দেশের বিভিন্ন প্রান্তে দানা বেঁধেছে অশান্তি। পরিস্থিতি সামাল দিতে এবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ প্রধানদের সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পুলিশকে সতর্ক এবং প্রস্তুত থাকতে বলা হয়েছে নির্দেশিকায়। আশঙ্কা, এরপর পুলিশ কর্তাদের নিশানা করা হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, “সুচারুভাবে দেশের শান্তি নষ্টের চেষ্টা চলছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশকে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে প্রস্তুত রাখতে হবে আধাসেনাকেও। শান্তিশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পুলিশ মোতায়েন করা যেতে পারে।” পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নজর রাখার পরামর্শও দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। কারা উসকানিমূলক মন্তব্য করছে, কারা উসকানিমূলক ভিডিও পোস্ট করছে, তাদের চিহ্নিত করতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে সীমান্ত লাগোয়া রাজ্যগুলির সীমান্ত এলাকায় কড়া নজর রাখতে হবে বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।

error: Content is protected !!