এবার থেকে খোলা বাজারেও মিলবে কোভিশিল্ড-কোভ্যাক্সিন

 শর্তসাপেক্ষে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের খোলা বাজারে বিক্রির অনুমতি দেওয়া হল ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এই অনুমতি দিয়েছে বলে এদিন টুইট করে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য৷ তবে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে এই টিকাগুলি কেউ কিনলেও সেই তথ্য কেন্দ্রের কো-উইন পোর্টালে দিতে হবে এবং প্রতি ৬ মাস অন্তর এই টিকাগুলির সুরক্ষা সংক্রান্ত তথ্য কেন্দ্রকে জানাতে হবে ৷ অন্যদিকে সূত্রের খবর, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের কমতে পারে। জানা যাচ্ছে, প্রতি ডোজের দাম হতে পারে ২৭৫ টাকা। এর সঙ্গে অতিরিক্ত পরিষেবা চার্জ সর্বোচ্চ ১৫০ টাকা হতে পারে। সূত্রকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)-কে ইতিমধ্যেই দাম নির্ধারণের জন্য কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

error: Content is protected !!