
শুরু হল ভোট গণনা
এনডিএ-র দ্রৌপদী মুর্মু না বিরোধীদের যশবন্ত সিনহা । দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আজ সকাল ১১টা থেকে সংসদে ব্যালটের গণনা শুরু। ব্যালট বাক্সই বলে দেবে কে হবেন রাইসিনা হিলসের মালিক। সূত্রের খবর, এবার রাষ্ট্রপতি নির্বাচনে দেশজুড়ে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। ২৪ জুলাই শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের মেয়াদ। ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথগ্রহণ।