জামাইষষ্ঠীতে যাওয়ার পথে পথ দুর্ঘটনা হারালো এক দম্পতির

জামাইষষ্ঠীর আনন্দ মহূর্তে বদলে গেল বিষাদে । সকাল বেলা শ্বশুরবাড়ির দিকে সাইকেল নিয়ে রওনা দিয়েছিলেন স্বামী-স্ত্রী ৷ কিন্তু পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দু’জনেরই ৷ রাস্তায় তেল ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল দম্পতির। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া- মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের নেতাজি নগরের কাছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে তমলুক থানার সোয়াদিঘি গ্রামের বাসিন্দা গজেন্দ্রনাথ মাইতি (৫৫) ও ঝর্না মাইতি(৪৭) সাইকেলে চেপে জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন । রাস্তায় হঠাৎ একটি তেল ট্যাঙ্কার এসে দম্পতিকে ধাক্কা মারে । ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দু’জনেই । সেখানেই মৃত্যু হয় ঝর্না দেবীর ৷ তড়িঘড়ি স্থানীয় মানুষেরা টোল প্লাজার অ্যাম্বুলেন্সে খবর দিয়ে তমলুক জেলা হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা যান গজেন্দ্রবাবু ৷ ঘাতক তেল ট্যাঙ্কারটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ 

error: Content is protected !!