জ্যাকলিন ফার্নান্ডেজের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়াল আদালত

২০০ কোটি প্রতারণা মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) জামিনের মেয়াদ বাড়াল দিল্লির আদালত। শুক্রবার, দিল্লি আদালত জ্যাকলিনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ১৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এদিন বিচারক শৈলেন্দ্র মালিক জানান, এই মামলার রায়ের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এই মামলার রায় দেওয়া হবে মঙ্গলবার ।২০০ কোটির আর্থিক তছরুপের মামলার শুনানিতে এদিন  আদালত ইডির এবং অভিনেতার আইনজীবী দুপক্ষেরই বক্তব্য শুনেছে। আর তারপরই আদালতের তরফে জানানো হয় এই মামলার রায়দান করা হবে আগামী মঙ্গলবার। প্রসঙ্গত গত ২৬ সেপ্টেম্বর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জ্যাকলিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। 

error: Content is protected !!