২৩ জন বিজেপি কর্মী-সমর্থক হামলাকারীদের রক্ষা কবচ দিল আদালত 

ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা হয়। এই ঘটনায় ২৩ জন বিজেপি সমর্থকের বিরুদ্ধে মামালা দায়ের হয়।হাইকোর্ট অভিযুক্তদের রক্ষা কবচ দেওয়ার নির্দেশ দিল। বিচারপতি মান্থার নির্দেশ, যতদিন না ডিভিশন বেঞ্চের জনস্বাথ মামলার রায় বেরোচ্ছে ততদিন পুলিশ তাদের বিরুদ্ধে  কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। তাঁর আরও নির্দেশ, এই সময়ের মধ্যে তারা দিনহাটা মহকুমার বাইরে বেরোতে পারবে না। ২৯ মার্চ পর্যন্ত ওই বিজেপি সমর্থকার নিরাপত্তার মধ্যে থাকবে। মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ। দিনহাটার বাসন্তীতে নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। অভিযোগ, কোচবিহারের দিনহাটার বাসন্তীতে ভরদুপুরে নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে একাধিক বোমা বর্ষণ হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টিও। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাকাণ্ডে রাজভবন থেকে কড়া বিবৃতি যায়, বলা হয় কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা বাহিনী থাকার পরেও, তার উপর হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথাই? এই নিয়ে মামলা দায়ের করার অনুমতি দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।  

error: Content is protected !!