ধনী-‌দরিদ্র নির্বিশেষে সকলকে বিনামূল্যে দেওয়া হোক করোনার টিকা, পরামর্শ সুপ্রিম কোর্ট

এবার ধনী-‌দরিদ্র নির্বিশেষে সকলকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার জন্য কেন্দ্রকে পরামর্শ দিল দেশের সর্বোচ্চ আদালত। এসসি-‌এসটি সম্প্রদায়ের ব্যক্তিদের কি বেসরকারি হাসপাতালের করুণার পাত্র হওয়া উচিত বলে মন্তব্য করেন বিচারপতি। প্রসঙ্গত, টিকাকরণ নীতি অনুযায়ী দেশে পোলিও, হেপাটাইটিস রোগের টিকা কোনও কিছু বিচার না করেই এগুলি দেওয়া হয়। সেক্ষেত্রে করোনার টিকা এই মডেলেই দেওয়া হোক বলে মনে করছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি কোন রাজ্যের কতটা ভ্যাকসিন পাওয়া উচিত তা সিদ্ধান্ত নেওয়ার অনুমতি বেসরকারি ভ্যাকসিন নির্মাতাদের দেওয়া যাবে না বলেও মন্তব্য করা হয়েছে। সরকার কেন এই সময়ে উৎপাদিত ভ্যাকসিনের ১০০ শতাংশ কিনছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি। সুপ্রিম কোর্ট আজ ফের ভ্যাকসিনগুলির দাম নিয়েও সরকারকে প্রশ্ন করেছে। কেন্দ্র এবং রাজ্যগুলির জন্য দুটি ভিন্ন দাম কেন তা নিয়েও আজ কেন্দ্রকে প্রশ্ন করেছেন বিচারপতি। আজ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশে যথেষ্ট পরিমাণ অক্সিজেন রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যদিও দেশের একাধিক রাজ্যে অক্সিজেনের অভাবে মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। 

error: Content is protected !!