দলবিরোধী মন্তব্যের অভিযোগে তন্ময় ভট্টাচার্যকে শোকজ করল সিপিআইএম

গোহারা হেরেছে সিপিএম। ৩৪ বছরের ক্ষমতাসীন জোটকে নেতৃত্বে থাকা দলের এবার একটিও আসন জোটেনি। কেন এই বিপর্যয়, তা ঘিরে দলের অন্দরেই নানা মতমত। দলের হার নিয়ে গণনার দিন সন্ধ্যায় সংবাদ মাধ্যমে দলের নেতাদের বিরুদ্ধে রীতিমতো কামান দাগেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। দলের নেতাদের ‘মানুষের রায়কে সম্মান’ করার কথা বলেন তিনি। আর তারপরই বুধবার দলবিরোধী মন্তব্য করার জন্য তাঁকে শোকজ করল সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। চিঠিতে জেলা কমিটির তরফে উল্লেখ করা হয়েছে, তন্ময়বাবুর মতামত ব্যক্তিগত। দল তা অনুমোদন করে না। কেন দল বিরোধী মন্তব্য তার জন্য তন্ময়বাবুকে জবাবদিহি করতে হবে। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

error: Content is protected !!