
‘ব্যাট ধরব, বলও করব, উইকেট ফেলব ছাব্বিশে’, ব্রিগেডে থেকে বার্তা মহম্মদ সেলিমের
রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিএমের চার গণ-সংগঠনের ডাকে লাল ঝান্ডা সমাবেশ হয় ৷ সেখানে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের বার্তা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ আজকের সমাবেশের খেতমজুর সংগঠনের নেত্রী বন্যা টুডু তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ করেন ৷ তিনি বলেন, “ওরা বলছে খেলা হবে ৷ আমরা বলছি, এবার খেলব আমরাও ৷ ব্যাটও ধরব, বলও করব ৷ উইকেট ফেলব, ছাব্বিশে ৷” বন্যার সেই বক্তব্যর সুরে সুর মিলিয়ে মহম্মদ সেলিম বলেন, “আজ প্রকৃতিও সঙ্গ দিয়েছে ৷ আজ থেকে লড়াই শুরু । যাঁরা আমাদের ঘর ছাড়া করেছেন, তাঁদের আমরা রাজ্য ছাড়া করে ছাড়ব ৷ যাঁরা অশান্তি করবে তাদের ঠান্ডা করতে হবে ৷ বন্যা টুডু বলেছেন খেলতে হবে ৷ কী উইকেট ফেলবেন তো ? আমি আবার ফুটবল খেলা বেশি পছন্দ করি ৷ কারণ, ফুটবলে নেমে খেলতে হয় ৷ সবাইকে নেমে খেলতে হবে ৷ দুর্নীতিবাজকে ১৪ তলা থেকে টেনে হিঁচড়ে নীচে নামাতে হবে ৷” সেলিমের আরও বক্তব্য, “যাঁরা দূরবিন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিলেন না, তাঁদের বুকে কাঁপন ধরেছে ৷ খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়ার ব্যবস্থা করছে ৷ আর ওরা লুঠে খাওয়ার জায়গা বড় করছে ৷ নতুন কলকারখানা হচ্ছে না ৷ সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে ৷ পুলিশ সিবিআই এক লাইনে দাঁড়িয়ে আইনে নয় বেলাইনে কাজ করছে ৷ যাঁরা ভেবেছিল এপ্রিলে তপ্ত দুপুরে কীভাবে ব্রিগেড হবে ৷ লোক হবে তো ? তাঁরা দেখেননি ৷ এর আগে রাস্তায় আক্রমণ হয়েছে ৷ বাসে হামলা হয়েছে ৷ এখন আর সেই অবস্থা নেই ৷ দিন পাল্টাচ্ছে ৷ কারও সাহস হবে না লাল ঝান্ডার গায়ে হাত দেবে ৷” এদিনের সমাবেশ থেকে মুর্শিদাবাদের হিংসায় নিহত হরগোবিন্দ দাস, চন্দন দাস ও ইজাজ আহমেদের পরিবারের পাশে দাঁড়াতে ব্রিগেডে কর্মীদের কাছে অর্থ সংগ্রহ করেন সিপিআইএম নেতৃবৃন্দ ৷ সেসবের মাঝে মহম্মদ সেলিম বলেন, “বিজেপি-তৃণমূল খেটে খাওয়া মানুষের মধ্যে ফাটল ধরাতে চাইছে ৷ মোহন ভাগবত কয়েকদিন আগেই রাজ্যে এসেছিলেন ৷ তাঁর নির্দেশেই তাঁর স্ক্রিপ্টেই ভাষণ দিচ্ছে বিজেপি ও তৃণমূল ৷” সেলিম আরও বলেন, “আরএসএস-এর দুর্গা তিনি ৷ কর্পোরেট ফান্ড দিয়েছে ৷ জামাত, জমিয়ত, এসিউসি সবাইকে একাট্টা করেছিল ৷ লাল ঝান্ডা হটাতে চেয়েছিল ৷ ২০১১ সালে লাল ঝান্ডা হটেছে । কিন্তু, দেশ বাঁচেনি ৷ তাই দেশকে বাঁচাতে লাল ঝান্ডাকে মজবুত করতে হবে ৷ মানুষের দুর্দশা পাল্টানোর জন্য লড়াই চালিয়ে যেতে হবে ৷ যাঁরা তৃণমূলের টাকা খাবে না ৷ বিজেপিকে ভয় পাবে না, তাদেরকে নিয়ে লড়াই হবে ৷ গরিবের লড়াই গরিবকেই লড়তে হবে ৷”