
রেল লাইনে ফাটল, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডায়মন্ড হারবার লোকাল, ব্যাহত ট্রেন চলাচল
বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্যে রক্ষা পেল যাত্রী বোঝাই ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় রেললাইনে বিরাট ফাটল। ট্রেন সেখানে পৌঁছনোর ঠিক আগে বিষয়টি নজরে আসায় রক্ষা পেল আপ ডায়মন্ড হারবার লোকাল । জানা গিয়েছে, শিয়ালদা দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার ও গুরুদাস নগরের মাঝে লালবাটি রেলগেটের কাছাকাছি রেললাইনের বড়সড় ফাটল। ঘটনায় কিছুক্ষণের জন্য থমকে যায় ট্রেন পরিষেবা। দুর্ভোগে পড়েন অফিস ফেরত যাত্রীরা। স্থানীয় যুবকদের তৎপরতায় সাংঘাতিক বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ডায়মন্ড হারবার শিয়ালদাগামী (Sealdah) যাত্রী বোঝাই ট্রেন। নইলে ট্রেন বেলাইনের মতো মতো সাংঘাতিক কোনও দুর্ঘটনা অপেক্ষা করছিল বলে আশঙ্কা। জানা গিয়েছে, বেশ কয়েকজন যুবক ফুটবল খেলা শেষে গুরুদাস নগর স্টেশনে নামে। নিজেদের মধ্যে গল্প করতে করতে রেল লাইন ধরে হাঁটছিল তাঁরা। সেসময় তাদের নজরে আসে রেলট্র্যাকে বিরাট ফাটল। রামচন্দ্রপুরের কাছে ওই ফাটল দেখে চমকে ওঠেন তারা। সেসময় ওই লাইন ধরে পূর্ণ গতিতে ছুটে আসছিল চারটে পঞ্চাশ মিনিটের ডায়মন্ডহারবার শিয়ালদা আপ লোকাল। সঙ্গে সঙ্গে বিপদ বুঝে ট্রেন থামানোর চেষ্টা করেন তারা। পরনের ফুটবলের জার্সি খুলে ওড়াতে থাকে ওই যুবকেরা। তাদের মধ্যে একজন ছুটে যায় স্টেশন মাস্টারকে খবর দিতে। এদিকে লাল জার্সি দেখে চালক ট্রেনটি গতি কমিয়ে দেন। যুবকেরা তাতেও ট্র্যাক থেকে না সরায় লাল বাটির গেটের উপর ট্রেনটি থামিয়ে দেন। এরপর যুবকদের সঙ্গে কথা বলে আসল বিষয়টি জানতে পারেন।