তামিলনাড়ুতে দ্রৌপদী আম্মান উৎসবে ক্রেন ভেঙে পড়ে মৃত ৪, জখম ৯

তামিলনাড়ুতে মেলার অনুষ্ঠান চলাকালীন ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হল ৪ জনের। ঘটনায় জখম হয়েছেন আরও ৯ জন। তামিলনাড়ুতে ভেঙে পড়ল ক্রেন। ভক্তদের নিয়ে এই ভেঙে পড়া ক্রেন-এ বসে থাকা ভক্তদের মধ্যে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু ঘটেছে। জখম ৯ জন। জানা গিয়েছে, চেন্নাই-এর কাছে নেমিলি-র কিলভেদি গ্রামে দ্রৌপদী আম্মান উৎসব চলছিল। সেখানেই এই ঘটনা। রবিবার দিনভর এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে হাজার হজার মানুষের ভিড় জমেছিল কিলভেদি গ্রামে। জানা গিয়েছে, রাত ৮ টা১৫ মিনিট নাগাদ দ্রৌপদী আম্মান অনুষ্ঠানের জন্য ক্রেনে করে কিছু মানুষকে পারাপার করা হচ্ছিল। আর সেই সময়ই দেখা যায় ক্রেনটি একস্থান থেকে আর এক স্থানে সরে যাওয়ার সময় ভেঙে পড়ে যায়। ঘটনাস্থলে মানুষের যথেষ্ট ভিড় ছিল। ফলে ভাঙা ক্রেনের তলায় বেশকিছু মানুষ চাপা পড়ে যায়। এর সঙ্গে ক্রেনেও কিছু মানুষের বসার ব্যবস্থা করা হয়েছিল।

error: Content is protected !!