বিশ্বকাপ থেকে ছিটকে গেল বেলজিয়াম, নকআউটে ক্রোয়েশিয়া

 কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল বেলজিয়াম। অন্যদিকে, নকআউট পর্বে পৌঁছে গেল ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার আহমদ বিন আলি স্টেডিয়ামে গ্রুপ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এদিন ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ক্রোয়েশিয়ার কোচ ডালিচ। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন বেলজিয়াম কোচ মার্টিনেজ। শুরু থেকেই একে অপরের বক্সে আক্রমণ শানাতে থাকে দুই দল। কিন্তু সমস্ত আক্রমণ প্রতিহত করছিল রক্ষণভাগ। প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ান মডরিচ, কেভিন ডে ব্রুইনরা। যদিও তাতে গোলমুখ খুলতে ব্যর্থ হন তাঁরা। গোলশূন্যভাবে ম্যাচ শেষ হয়। এরফলে ৩ ম্যাচে ক্রোয়েশিয়ার পয়েন্ট দাঁড়িয়েছে ৫। তারা পৌঁছে গেল শেষ ১৬-তে। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ খেলে বেলজিয়ামের সংগ্রহ ৪। তারা এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেল।

error: Content is protected !!