বিরাট কোহলির ভিডিও কাণ্ডে ক্ষমা চাইল পারথের ক্রাউন রিসোর্ট, সাসপেন্ড ২ কর্মী
বিরাট কোহলির হোটেল রুমে ভিডিয়ো করা কাণ্ডে ক্ষমা চাইল ক্রাউন রিসোর্ট। পারথের এই ক্রাউন রিসর্টে ওঠা টি-২০ বিশ্বকাপে খেলতে আসা ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির রুমের ভিডিয়ো করা হয়েছিল। ভিডিয়ো কাণ্ডে চিঠি লিখে বিরাট কোহলির কাছে ক্ষমা চাইল হোটেল কর্তৃপক্ষ। পাশাপাশি হোটেলের দুই কর্মীকে সাসপেন্ড করা হল। বিরাট কোহলিকে না জানিয়ে, তাঁর সম্মতি না নিয়ে পারথের সেই হোটেলে ঘরের ভিডিয়ো রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হয়েছিল। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিরাট। পারথের ক্রাউন রিসোর্ট কর্তৃপক্ষ বিরাট কোহলিকে লেখা ক্ষমা চাওয়া চিঠিতে লিখেছে, ‘ বিষয়টি সত্যিই চূড়ান্ত হতাশাজনক’! ‘আমাদের হোটেলে অতিথিদের নিরাপত্তা ও গোপনীয়তা সর্বাধিকার পায়। আমরা এই ঘটনায় অত্যন্ত হতাশ। আমরা অতিথির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকম আচরণের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি। এই কাণ্ডে যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব।”