দেশের গোয়েন্দা প্রধানের বাড়িতেই আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

দিল্লিতে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো ডিরেক্টরের আবাসে আত্মঘাতী হল এক সিআরপিএফ জওয়ান। জানা গিয়েছে, মৃতের নাম রাজবীর কুমার(৫৩)। গতকাল, শুক্রবার বিকেল ৪টে নাগাদ তিনি নিজের একে-৪৭ বন্দুক থেকে নিজেকে গুলি করে আত্মঘাতী হন। সেই সময় তাঁর ডিউটি ছিল দিল্লির তুঘলক রোডে স্থিত ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধানের সরকারি নিবাসে। সে কিছুদিন আগেই বাড়ি থেকে ছুটি কাটিয়ে ফিরেছিল বলে জানা গিয়েছে।

error: Content is protected !!