
ঘরের মাঠে পঞ্জাবের কাছে হার, প্লে-অফের দৌড় থেকে বিদায় নিল চেন্নাই
চেন্নাই সুপার কিংস: ১৯০ (কুরান ৮৮, চাহাল ৪/৩২),
পঞ্জাব কিংস: ১৯৪/৬ (শ্রেয়স ৭২, প্রভসিমরন ৫৪, খলিল ২/২৮ ),
৪ উইকেটে জয়ী পাঞ্জাব কিংস।
ঘরের মাঠে পঞ্জাবের কাছে হেরে আইপিএলে প্লে অফের দৌড় থেকে সবার আগে ছিটকে গেল সেই চেন্নাই সুপার কিংস। বুধবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে হেরে মহেন্দ্র সিং ধোনির দলের ট্রফি জয়ের স্বপ্ন কার্যত শেষ। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার টানা দু’বছর প্লে অফের যোগ্যতা অর্জনে ব্যর্থ হল চেন্নাই। বুধবার নিজেদের দুর্গ চিপকে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রবীন্দ্র জাদেজারা। চলতি আইপিএলে বেশ ভালো ছন্দে রয়েছে পাঞ্জাব। অন্যদিকে মাত্র দুটো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সকলের নিচে ধুঁকছে চেন্নাই। বুধবারের ম্যাচে পাঞ্জাবের কাছে চেন্নাই আত্মসমর্পণ করবে, এমনটাই ধরে নিয়েছিল ক্রিকেটমহল। কিন্তু সেই ম্যাচে একেবারে অন্যরূপে ধরা দিল চেন্নাই ব্যাটিং লাইন আপ। মিডল ওভারে ঝড় তুললেন স্যাম কুরান। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, মনে হয়েছিল অনায়াসে দু’শো পেরিয়ে যাবে চেন্নাই। তবে ডেথ ওভারে দুরন্ত কামব্যাক পাঞ্জাব বোলিং লাইন আপের। যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিক, মার্কো জানসেন-অর্শদীপ সিংয়ের দুরন্ত বোলিংয়ে পুরো ২০ ওভার খেলতেই পারল না সিএসকে। চার বল বাকি থাকতে ১৯০ রানে শেষ হয়ে গেল চেন্নাই ইনিংস। তবে কুরানের ৪৭ বলে ৮৮র ইনিংস ছাড়া কেউই সেভাবে দাগ কাটতে পারেননি। এক ওভারে চার উইকেট নিয়ে চেন্নাই ইনিংসকে একাই ধসিয়ে দিলেন চাহাল। চিপকের পিচে ১৯০ রান নিয়েও লড়াই করতে পারত চেন্নাই। কিন্তু ওপেনিংয়ে প্রভসিমরন সিংয়ের আগ্রাসী ব্যাটিংই চাপ তৈরি করতে দেয়নি চেন্নাই বোলারদের। ৩৬ বলে ৫৪ করেন তিনি। তবে এদিন পাঞ্জাবের ইনিংসকে টানেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৪১ বলে ৭২ রান আসে তাঁর ব্যাট থেকে। ১২ বলে ২৩ রান করেন শশাঙ্ক সিংও। ম্যাচের শেষ দুই ওভারে কিছুটা চাপ তৈরির চেষ্টা করেন মাথিশা পাথিরানা এবং খলিল আহমেদ। দুই ওভারে দু’টি উইকেটও হারায় পাঞ্জাব। তবে ততক্ষণে ম্যাচ চেন্নাইয়ের হাত ফসকে বেরিয়ে গিয়েছে। এদিন জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল পাঞ্জাব।