ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত ব্রাজিল, মৃত ২১, নিখোঁজ বহু

প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ব্রাজিলের দক্ষিণাঞ্চল। ঝড়ের সাথে প্রবল বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যাতে অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ছয় হাজার মানুষ। দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছেন, ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ ব্রাজিল। মারা গেছেন অন্তত ২১ জন। রিও গ্র্যান্ডে ডো সুলেতে ২৪ ঘণ্টারও কম সময়ে ১২ মিলি বেশি বৃষ্টি হয়েছে। তিনি আরও জানিয়েছেন, জল কিছুটা কমার পর সেখানে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে বন্যা ও ধসে ২১ জন মারা গেছেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকশ মানুষের সঙ্গে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, ফেডারেল সরকার সাহায্য করতে প্রস্তুত। তিনি বলেন, “কোথাও কোনও সমস্যা হলে মানুষকে বাঁচাতে ফেডারেল সরকার সেখানে কাজ করবে।” গত সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে প্রবল বৃষ্টি শুরু হয় ব্রাজিলে। এই বৈরি আবহাওয়ায় ছয় হাজারের বেশি মানুষ ঘড় ছাড়তে বাধ্য হন। কারণ, বৃষ্টির পরেই শুরু হয় বন্যা এবং নেমে আসে ধস। এদিকে দেশটির আবহাওয়া অফিসের সরকারি কর্মকর্তা জানান, আরও বৃষ্টি হতে পারে এবং তাতে পরিস্থিতি আরও খারাপ হবে।

error: Content is protected !!