ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি। ভাসবে উপকূলের জেলা। মালদ্বীপের দেওয়া নাম ‘‌মিধিলি’‌ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার ভোরে মিধিলি ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিমি পূর্বে, দিঘা থেকে ২০০ কিমি দক্ষিণ–দক্ষিণপূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক ঘণ্টায় আরও উত্তর–উত্তরপূর্ব দিকে এগোতে পারে মিধিলি। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে ৮০ কিলোমিটার গতিবেগে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

error: Content is protected !!