ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে শুরু করেছে। এই অতি গভীর নিম্নচাপ দ্রুত পরিণত হবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে। তবে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে ওপার বাংলায়। বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হলেও তার প্রভাব পড়বে বাংলায়। তাণ্ডব চলতে পারে সুন্দরবন এলাকায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার অর্থাৎ কালীপুজোর দিন দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। প্রশাসনের তরফে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে আগাম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। প্রয়োজনে সুন্দরবনের দ্বীপ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে আনার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে নবান্ন। ঝোড়ো হাওয়ার পাশাপাশি, সোমবার অমাবস্যার ভরা কোটাল এবং মঙ্গলবার সূর্যগ্রহণের কারণে সুন্দরবনের বিভিন্ন তল্লাটে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ফলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার ঘূর্ণিঝড়ের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায়। পূর্ব মেদিনীপুর এবং লাগোয়া পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া ও হুগলিতেও। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

error: Content is protected !!