ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে জেলায় জেলায় জারি হাই অ্যালার্ট

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং ! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে সুন্দরবন এলাকায়। এছাড়াও কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলাতেও এই ঘূর্ণি ঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে বলে আশংকা করা হচ্ছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দফতরের ছুটি বাতিল করেছে নবান্ন। পাশাপাশি আলাদা করে কন্ট্রোল রুম খোলার প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।

error: Content is protected !!