দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী
দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কিত হতে চলেছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের ঘোষণা করেন। পোস্টে তিনি লেখেন, ভারতীয় সিনেমায় অসামান্ন অবদানের জন্য অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারের সম্মানিত করা হচ্ছে। আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। এই খবর ঘোষণার পর এখনও পর্যন্ত অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে এ দিন কলকাতা শহরেই ছবির শুটিং করছেন তিনি। খবরটা ঘোষণা হওয়ার পর ছবির সেটে উচ্ছ্বাস। দুপুরে শুটিংয়ে পৌঁছবেন মিঠুন।