দার্জিলিংয়ে ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত টয়ট্রেন

ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের ঘুম স্টেশনে লাইনচ্যুত হয়ে গেল টয়ট্রেন। এদিন দুপুর সাড়ে ১২টা নাদাগ ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি ট্রয়ট্রেন। ট্রেনটি ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে আসছিল বলে খবর। তখনই ঘটে এই ঘটনা। ট্রেনে ৪৫ জন যাত্রী ছিলেন। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।  বৃষ্টির জন্যই রেল ট্র্যাক থেকে ছিটকে গিয়েছে টয়ট্রেনটির চাকা। তবে চালকের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ঘুম স্টেশনের কাছে যানজট তৈরি হয়। তবে শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।