করমণ্ডল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৬১, চলছে উদ্ধারকাজ, ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটি শালিমার থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ২৬১ জনের দেহ। ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা জানিয়েছেন, ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯০০ জন। বালেশ্বর, ময়ূরভঞ্জ, ভদ্রক, কটক সহ সে রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। ওড়িশায় ইতিমধ্যেই প্রতিনিধি দল পাঠিয়েছে রাজ্য সরকার। রাতে পৌঁছে গিয়েছেন সাংসদ দোলা সেন। একদল চিকিৎসককেও পাঠানো হয়েছে । দোলা সেন এই বিষয়ে জানিয়েছেন, শনিবার ঘটনাস্থলে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আজ সকালেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়ক ওখানে যাবেন । শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনা এতটাই জোরালো ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের বেশিরভাগ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। উলটো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেসে ধাক্কা মারে করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলিকে। তিনটি ট্রেনের এই সংঘর্ষে মৃত্যু মিছিল চলছেই। মৃতের সংখ্যা বেড়ে ২৬১ হয়েছে। হাসপাতালে ভরতি অনেক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।