শোভন-বৈশাখী বিরুদ্ধে‌ মানহানির মামলা করলেন দেবশ্রী আর কুণাল ঘোষ

অবশেষে শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা নিল আলিপুর কোর্ট। তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও।
এক সময় শোভনের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল দেবশ্রীর। নিন্দুকরা বলেন, বৈশাখীর জন্যই দু’‌জনের দূরত্ব বেড়েছে। দেবশ্রীর বিধানসভা কেন্দ্র রায়দীঘিতে দাঁড়িয়ে বিধায়ককে একের পর এক তোপ দাগেন শোভন এবং বৈশাখী। অভিযোগ করেন, এলাকায় বিধায়ক আসেন না। সমস্যায় দেবশ্রীকে কাছে পান না রায়দীঘির মানুষ। এমনকী আম্ফানের পরেও নিজের বিধানসভা কেন্দ্রে না এসে বাড়িতে বসে নাচ গান করতে ব্যস্ত ছিলেন দেবশ্রী। এর পরেই বেজায় চটেন দেবশ্রী। সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, শোভন-বৈশাখী তাঁর সম্মান নষ্ট করেছেন। নাচ-‌গান তাঁর পেশা। কিন্তু রায়দীঘির মানুষের পাশে থাকাটা তাঁর কাজ। এক্ষেত্রে কখনওই তিনি কোনও গাফিলতি করেন না। শোভন-পত্নী রত্না এবং রত্নার পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন দেবশ্রী। শোভনকে পরিবার ছাড়ার জন্যও আক্রমণ করেন দেবশ্রী। বলেন, যিনি নিজের পরিবারকে ধরে রাখতে পারেন না তিনি আবার জনপ্রিয় নেতা হবেন কী করে? এবার মামলা দায়ের করলেন তিনি।
একটি জনসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে ‘‌ক্রিমিনাল’‌ বলেন শোভন। সে কারণে বিজেপি নেতার বিরুদ্ধে এদিন মানহানির মামলা করলেন কুণাল। দেবশ্রীর সঙ্গেই আদালতে গেছিলেন কুণাল। সঙ্গে ছিলেন শোভনের স্ত্রী রত্নাও।