সকাল থেকে দিল্লি এইমসের সার্ভার ডাউন

সকাল থেকে ডাউন এইমস হাসপাতালের সার্ভার। বুধবার সকাল সাতটায় আচমকাই বসে যায় সার্ভার। সার্ভার বসে যাওয়ায় পরিষেবায় বিঘ্ন ঘটে। এমস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  বুধবার এমসের বহির্বিভাগে কাজ হয়েছে জোড়াতালি দিয়ে। নমুনা সংগ্রহের কাজও হয়েছে নমো নমো করে। সব থেকে সমস্যায় পড়েন যাদের আধারকার্ড ছিল না, তারা। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাধ্য হয়ে তাদের ফিরে যেতে হয়। কী কারণে সার্ভার বিকল হল, তা খতিয়ে দেখছে এমস কর্তৃপক্ষ। জানা গেছে, বুধবার সকাল সাতটা নাগাদ আচমকাই বিকল হয়ে যায় হাসপাতালের সার্ভার। টেকনিক্যাল টিমকে বিষয়টি জানালে তারা দ্রুত সেখানে পৌঁছে সার্ভার মেরামতির কাজে হাত লাগায়। ইতোমধ্যে হাসপাতালে আসতে শুরু করেন রোগীরা। ভীড় হতে থাকে ওপিডিতে। তারা শোনে হাসপাতালের সার্ভার বিকল হওয়ার খবর। এই খবরে তাদের মধ্যে তৈরি হয় চাপা আতঙ্ক। এদিনের অধিকাংশ কাজ করতে হয়েছে হাতে-কলমে। এখনও সার্ভার ঠিক হয়নি, খবর তেমনই। ফলে, আগামীকালও পরিষেবা বিঘ্নিত হতে পারে।

error: Content is protected !!