‘ইডি অফিসারদের তলব করা যাবে না’, রাজ্য পুলিশের নোটিসে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

দিল্লি হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার । ইডি অফিসারদের তলব করতে পারবে না রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের নোটিসে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ইডির অফিসারদের তলব করেছিল রাজ্যের পুলিশ। যেদিন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডির অফিসে তলব করা হয়েছিল, সেই একইদিনে রাজ্যের পুলিশ ইডির অফিসারদের ডেকে পাঠিয়েছিল। সেদিন অবশ্য ইডির অফিসাররা হাজিরা রাজ্য পুলিশের তলবে। এবার, সেই নিয়ে আবার ধাক্কা খেল রাজ্য। রাজ্য পুলিশ কোনওভাবেই তলব করতে পারবে না ইডির অফিসারদের। জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট।

error: Content is protected !!