দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়েকে তলব করল ইডি

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে এবং ভারত রাষ্ট্র সমিতি-র নেত্রী কে কবিতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৯ মার্চ, বৃহস্পতিবার তাঁকে ইডির দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আবগারি দুর্নীতি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এই মামলায় হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইকে গ্রেপ্তারের একদিন পরই এ খবর প্রকাশ্যে এল। পিল্লাই এই মামলায় একজন অভিযুক্ত। সে একটি কোম্পানিতে কে কবিতার ফ্রন্টম্যান হিসেবে কাজ করত। প্রসঙ্গত, এর আগে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সোমবার পর্যন্ত সিবিআই হেপাজতে থাকবেন তিনি। সেই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ মার্চ।

error: Content is protected !!