দিল্লিতে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে। দিল্লির জাফরাবাদের বাসিন্দা সাজিদ। অভিযোগ, গতকাল গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে একাধিকবার কোপায় সে। মাকে বাঁচাতে গিয়ে তাঁর ১১ বছরের কন্যাও জখম হয়েছে বলে জানা গিয়েছে। ওই মহিলার চিৎকার শুনে ছুটে আসেন এলাকার লোকজন। গুরুতর জখম অবস্থায় সাজিদের স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলার ঘাড়ে-বুকে এবং বাঁ হাতে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই সাজিদকে গ্রেপ্তার করেছে পুলিস। দিল্লিতেই একটি মোবাইল সারানোর দোকান রয়েছে অভিযুক্তের। কিন্তু বর্তমানে নাকি সাজিদের হাতে কোনও কাজ ছিল না। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এটি শুধুই পরকীয়া সন্দেহে খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

error: Content is protected !!