
কলকাতার হোটেলে দিল্লির তরুণীকে ধর্ষণ, গ্রেফতার প্রৌঢ় ব্যবসায়ী
কলকাতার হোটেলে ধর্ষণ করা হল দিল্লির এক তরুণীকে। অভিযুক্ত এক প্রৌঢ় ৷ দক্ষিণ কলকাতার ভবানীপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ চলতি মাসে ওই তরুণীকে কাজ দেওয়ার নামে দিল্লি থেকে কলকাতায় ডেকেছিল ওই প্রৌঢ় ৷ গত ৭ তারিখ ভবানীপুর থানা এলাকার শরৎবোস রোডে একটি হোটেলে তরুণীকে নিয়ে যায় অভিযুক্ত ৷ সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার তিন দিন পর অর্থাৎ সোমবার ওই নির্যাতিতা আইনের দারস্থ হন। তিনি আইনজীবীকে নিয়ে ভবানীপুর থানায় হাজির হন। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। অভিযুক্ত প্রৌঢ় ভবানীপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ্যে আনেননি তদন্তকারী। গতকালই তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চান তদন্তকারীরা। এই ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “অভিযোগ পেয়ে আমরা অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছি।” পুলিশ সূত্রে খবর, ওই তরুণী দিল্লিতে থাকলেও বেশ কিছুদিন তিনি কলকাতার একটি পানশালায় কাজ করেছিলেন। কিন্তু হঠাৎ কাজ চলে যাওয়া তিনি আবার দিল্লিতে ফিরে যান ৷ তবে এই প্রৌঢ়ের সঙ্গে যোগাযোগ করে কাজের জন্য আবার কলকাতায় ফিরে আসেন তরুণী ৷ পানশালাতেই অভিযুক্তের সঙ্গে আগে আলাপ হয়েছিল তরুণীর ৷ সেই আলাপে প্রৌঢ় জানিয়েছিল, সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সে তাঁকে কাজের সুযোগ করে দিতে পারেন। ওই তরুণীর হাতে বর্তমানে কোনও কাজ না-থাকায় তিনি কলকাতায় এসে প্রৌঢ়ের সঙ্গে দেখা করেন। পুলিশকে ওই তরুণী জানিয়েছে, দেখা করার বাহানায় তাঁকে হোটেলে ডাকে অভিযুক্ত। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। এমনকী মুখ বন্ধ রাখতে হুমকিও দেওয়া হয়।