অতীন ঘোষের গাড়িতে ধাক্কা সরকারি বাসের, অল্পের জন্য রক্ষা

সকাল থেকেই আজ, সোমবার শহরে একের পর এক দুর্ঘটনা ঘটছে। প্রথমে ওয়েলিংটনে স্কুল বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু। পরে এক্সাইডে বেসরকারি বাসের ধাক্কায় এক মহিলার জখমের ঘটনা। তারপরেই দুর্ঘটনার কবলে পড়লেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ। আজ, সোমবার পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। জানা গিয়েছে, তালতলায় একটি সরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয় অতীনবাবুর গাড়ির। যদিও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। কোনও আঘাত লাগেনি ডেপুটি মেয়রের। তবে বাসের ধাক্কায় তাঁর গাড়ির বাঁ দিকের হেডলাইট সহ সামনের দিকে অংশ পুরো দুমড়ে গিয়েছে। সূত্রের খবর, গাড়ির বাঁদিকেই বসেছিলেন অতীনবাবু। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

error: Content is protected !!