
আমতায় দুটি দোকানে বিধ্বংসী আগুন!
হাওড়ার আমতা-বাগনান রোডে উদং মোড়ে দুটি দোকান বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল । এই অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল কয়েক লক্ষ টাকার বৈদ্যুতিক সামগ্রী। গতকাল, মঙ্গলবার রাত ১০টা নাগাদ উদং মোড়ে একটি বন্ধ থাকা বৈদ্যুতিক সামগ্রীর দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তার কিছুক্ষণ পরেই ওই দোকানে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই সেই আগুন বিধ্বংসী আকার নেয়। এমনকী পাশে থাকা আরও একটি দোকানে সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও আমতা থানার পুলিস। দমকলের ২ টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় দেড়ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে দুটি দোকানের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল আধিকারিকদের বক্তব্য দোকানের ভিতরে একটা গ্যাসের সিলিন্ডার ছিল। যদিও সেটি ফাটেনি। যদি সেটি ফাটত তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারত। কী কারণে আগুন লেগেছে খতিয়ে দেখছে দমকল।