
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথিতে বেলুড় মঠে ভক্তদের ঢল
আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি ৷ হাওড়ার বেলুড় মঠে শনিবার ভোর থেকে মহাসমারোহে পালিত হচ্ছে এই দিনটি । শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ এই দিনটি উপলক্ষে ভোর থেকেই ভক্তদের ঢল নেমেছে বেলুড় মঠ চত্বরে । এদিন সকাল সাড়ে পাঁচটায় মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে শুরু হয় পূজার্চনা ৷ এরপর দিনভর নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের রয়েছে ৷ এই সবের মাধ্যমে পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি । সকাল থেকে ঊষা-কীর্তন, ভক্তিগীতি, বেদপাঠ, কথামৃত পাঠ ও ধর্মসভা অনুষ্ঠিত হচ্ছে । সন্ধ্যায় মহাআরতির মাধ্যমে এই শুভদিনের পরিসমাপ্তি ঘটবে । বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এদিন বেলুড় মঠের ‘মা সারদা সদাব্রত প্রসাদালয়’-এ দুপুর ১১টা থেকে ২টো পর্যন্ত ভক্তদের হাতে হাতে প্রসাদ বিতরণ করা হচ্ছে । অনুষ্ঠানকে ঘিরে দেশ-বিদেশ থেকে আসা হাজার হাজার ভক্তদের ভিড় উপচে পড়েছে বেলুড় মঠে । কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ যাতে ভক্তরা নির্বিঘ্নে এই শুভ অনুষ্ঠানের অংশ হতে পারেন সেদিকটা খেয়াল রাখা হচ্ছে কর্তৃপক্ষ ও প্রশাসনের তরফে ।
ভোরের অনুষ্ঠান:
4টে: মঙ্গলারতি (শ্রীরামকৃষ্ণ মন্দিরে)
4টে 40 মিনিটে: বেদপাঠ ও ভজনগান
5টা থেকে 6টা: ঊষা-কীর্তন (মঠ প্রাঙ্গণে)
সকালের অনুষ্ঠান:
7টা: বিশেষ পুজো ও হোম
8টা থেকে 9টা: শ্রীরামকৃষ্ণ বন্দনা (সভার ঘরে)
9টা 5 মিনিট থেকে 9টা 45 মিনিট: কথামৃত পাঠ ও ব্যাখ্যা (স্বামী নিত্যশুদ্ধানন্দ মহারাজ)
9টা 50মিনিট থেকে 10টা 30 মিনিট: ভক্তিগীতি পরিবেশন (সাগরিক ভট্টাচার্য)
10টা 35 মিনিট থেকে 11টা 15 মিনিট: কথামৃত পাঠ ও ব্যাখ্যা (স্বামী তপোধীরানন্দ মহারাজ)
11টা 20 মিনিট থেকে 12টা 5 মিনিট: গীতি-আলেখ্য ‘চরণে তোমার অর্পণী পূর্ণবার’