Latest Posts
রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেসনেই নিষেধাজ্ঞা! রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতনবসন্ত উৎসবের জন্য টানা ৩ দিন বন্ধ থাকবে লাটাগুড়ি ও গোরুমারা এবং নেওড়া ভ্যালির জঙ্গলপরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন তরুণীহাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন!নাগরাকাটায় আউটপোস্ট তৈরির জন্য এসএসবি-কে জমি দিল রাজ্য সরকারপোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার ২১ শিশুশ্রমিকভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল-লাদাখশিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডএবার কান চলচ্চিত্র উত্‍সবে আলিয়াস্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টের

মহাশিবরাত্রিতে তারকেশ্বরে ভক্তদের ঢল

মহাশিবরাত্রি উপলক্ষে সকাল থেকেই তারকেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় ৷ শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর । যত বেলা বাড়বে ভিড় তত বৃদ্ধি পাবে বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ ৷ পঞ্জিকা মতে, কৃষ্ণ চতুর্দশীতে হয় শিবরাত্রি । এই উপলক্ষে বিশেষ পুজার্চনা হয় তারকেশ্বেরে । বুধবার সকাল 9টা 41মিনিটে এবারের শিব চতুর্দশী শুরু হয়েছে । বৃহস্পতিবার সকাল 8টা 39 মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে ৷ এই সময়ের মধ্যে ভক্তরা সারা দিনরাত মন্দিরে ঢুকে মহাদেবের মাথায় জল ঢালতে ও পুজো দিতে পারবেন । এদিন দুধ, বেলপাতা, আকন্দ ফুলের মালা হাতে নিয়ে বাবা তারকানাথের দরবারে পৌঁছে যাচ্ছেন ভক্তরা ৷ তাঁদের কারও মাথায় জল ভরা কলসি, তো কারও মাথায় ঘট, কপালে ত্রিশূল আঁকা ৷ শিবের মাথায় জল ঢেলে মনস্কামনা জানাচ্ছেন ভক্তরা । বুধবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত চার প্রহরে বিশেষ পুজো হবে তারকেশ্বর মন্দিরে ৷ সেই পুজো করবেন মন্দিরের মহন্ত মহারাজ । এদিন কোনও ভোগ দেওয়া হবে না মন্দিরে । শিবরাত্রি উপলক্ষে প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে । হুগলি গ্রামীণ পুলিশের তরফে তারকেশ্বর মন্দিরে ঢোকার আগে পুলিশি নজরদারি দল রয়েছে । বেশকিছু জায়গায় নাকা চেকিং করা হয়েছে । পুরুষ পুলিশের সঙ্গে মহিলা পুলিশ মোতায়েন রয়েছে মন্দির চত্বরে । মন্দিরের দুধ পুকুরে সিভিল ডিফেন্সের কর্মীরাও রয়েছেন । এছাড়াও যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য থাকছেন দমকলের কর্মীরা । শিবরাত্রির দিন মন্দির চত্বর পরিষ্কার রাখার পাশাপাশি মন্দিরের বাইরে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে তারকেশ্বর পুরসভা । ভক্তরা যাতে সুষ্ঠুভাবে বাবা তারকনাথের মাথায় জল ঢালেন ও পুজো দিতে পারেন তার সবরকম ব্যবস্থা করা হয়েছে । ইতিহাসের পাতায় অন্য গুরুত্ব রয়েছে তারকেশ্বরের বাবা মহাদেবের । সারা বছর লক্ষ লক্ষ মানুষ আসেন এখানে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে । শ্রাবণী মেলা ছাড়াও শিবরাত্রির মতো দিনগুলিতে বিশেষ পুজো হয় মন্দিরে । বহু ভক্ত মাইলের পর মাইল হেঁটে বাবার মাথায় জলে ঢালেন মনস্কামনা পূরণের জন্য । শিবরাত্রির দিনও তার অন্যথা হবে না বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ ৷

error: Content is protected !!