
এলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭
পথ দুর্ঘটনায় এলপিজি ট্যাঙ্কারের গাড়ির নীচে আটকে যায় একটি চারচাকা ৷ পাশাপাশি অন্য আরেকটি চারচাকাও দ্রুত গতিতে এসে ধাক্কা মারে এলপিজি ট্যাঙ্কারে ৷ মধ্যপ্রদেশের ধর জেলায় এই পথ দুর্ঘটনায় ৭ জনের প্রাণ গিয়েছে এবং আরও তিন জন আহত হয়েছেন। ধরের এসপি মনোজ কুমার সিং বলেন, “বুধবার রাত ১১টার দিকে বদনাওয়ার-উজ্জয়িনী ৪ লেনের জাতীয় সড়কে ওই এলপিজি ট্যাঙ্কার ভুল দিক দিয়ে যাচ্ছিল, যার জন্যই ওই দু’টি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই চার জনের প্রাণ যায় ৷ তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান ৷ সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে একটি গাড়ি ট্যাঙ্কারের নীচে আটকে যায়। খবর পেয়ে পুলিশ পৌঁছয় ৷ পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে হাত লাগান ৷ ক্রেন ব্যবহার করে আটকে পড়া ব্যক্তিদের গাড়ি থেকে বের করে আনা হয় ৷ আহতদের পার্শ্ববর্তী রতলাম জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে ৷” পুলিশ সুপার আরও জানান, নিহতরা রতলম, মান্দসৌর (মধ্যপ্রদেশের) এবং যোধপুর (রাজস্থান) জেলার বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দেহ বদনাওয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাঁদের ময়নাতদন্ত করা হবে। জানা গিয়েছে, তাঁরা সকলেই ইন্দোর থেকে মান্দসৌরে যাচ্ছিলেন, সেইসময়ই দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলে উপস্থিত বদনাওয়ার পুলিশ স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর অমিত কুশওয়াহা বলেন, “ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”