বসিরহাটে দুর্ঘটনায় মৃত ডিআইবি আধিকারিক
দুর্ঘটনায় মৃত্যু হল এক ডিআইবি (Director of the Intelligence Bureau) অফিসারের। বৃহস্পতিবার সকালে বসিরহাটের বাদুড়িয়া থানার মগরা সেতুর ওপর সবজি বোঝাই একটি ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। সেই দুর্ঘটনার ফলে মৃত্যু হয় বাইক আরোহী ডিআইবি অফিসারের। আহত হয়েছেন আরও একজন। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ডিআইবি আধিকারিকের নাম সুব্রত হালদার। ৪৫ বছর বয়স তাঁর। তিনি অশোকনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মক্ষেত্র বাদুড়িয়া থানায় যাচ্ছিলেন বাইকে চেপে। সকাল সাড়ে নটা নাগাদ এদিন এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মগরা সেতুর উপর উল্টো দিক থেকে সবজি বোঝাই ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এরপর ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয়রা তাঁকে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।