মুখ্যমন্ত্রী নাটক করছেন, দু-এক টাকা দাম বাড়লে সাধারণ মানুষের কিছু যায় আসেনা’, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্তব্য দিলীপের

ফের বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেশজুড়ে পেট্রোল -ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাস্তায় ই-স্কুটার চালিয়ে নবান্নে যান মুখ্যমন্ত্রী। আর সেই ঘটনায় এক বাংলা মিডিয়াকে প্রতিক্রিয়া দিতে গিয়েই দিলীপ ঘোষ বলেন, ‘ উনি নাটক করছেন। আজকাল পেট্রোল-ডিজেলের দাম দু-একটাকা বাড়লে সাধারণ মানুষের কিছুই যায় আসেনা। গোটা দেশে দাম বেড়েছে, কোথাও কোনও প্রতিবাদ নেই। শুধু এ রাজ্যেই প্রতিবাদ। গোটা দেশে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে কিন্তু আমরা দুঃখিত যে রাজ্যে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো যায়নি। তাই এখনও ২ টাকার কেজি চাল, গম রেশনে দিতে হয়। উনি সরকার আর স্কুটার দুটোই চালাতে পারেন না। এই বয়সে এসে স্কুটার চালাচ্ছেন। ওনার তো আবার লাইসেন্সও নেই।’ যদিও ই-স্কুটার চালাতে কোন লাইসেন্সও লাগে না এটা হয়তো দিলীপ বাবুর জানা নেই!