
আপাতত স্থিতিশীল, রিপোর্ট নর্মাল, রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পাবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়
আপাতত স্থিতিশীল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন পরিচালক। শনিবার বিকেলে ওই বেসরকারি হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাত তিনটে নাগাদ ওই বেসরকারি হাসপাতালে পৌঁছন পরিচালক। সেই সময় বুকে ব্যথা হচ্ছিল। প্রচণ্ড ঘামছিলেন পরিচালক। প্রাথমিক উপসর্গ দেখে মনে করা হয়, হৃদরোগে আক্রান্ত পরিচালক। তড়িঘড়ি উপযুক্ত ব্যবস্থা করেন চিকিৎসকরা। শনিবার সকালে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হয়। রিপোর্ট হাতে পাওয়ার পর দেখা যায়, হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই পরিচালকের। বর্তমানে স্থিতিশীল সৃজিত। কার্ডিওলজিস্ট শুভানন রায়ের তত্ত্বাবধানে আপাতত ওই বেসরকারি হাসপাতালে চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সব ঠিক থাকলে রবিবারই হয়তো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। সদ্যই লিমকা বুক অফ রেকর্ডসের তালিকায় স্থান দখল করেছে সৃজিতের ‘অতি উত্তম’। ইনস্টাগ্রামে গর্বের কথা শেয়ার করেছেন তিনি। সম্মান স্মারকের ছবি নিজে পোস্টও করেন পরিচালক। আবার প্রেক্ষাগৃহে হইহই করে চলছে তাঁর নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল এই ছবিটি। পয়লা বৈশাখেই মুক্তি পেয়েছে ছবিটি। প্রেক্ষাগৃহে আপাতত রমরমিয়ে চলছে নতুন ছবি। পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ প্রায় সকলে। জানা গিয়েছে, সপ্তাহান্তে নাকি একাধিক পরিকল্পনা ছিল তাঁর। এদিকে, আবার জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যায় দিব্যজ্যোতি দত্তকে। নটী বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে। এই ছবিটি কেমন হয়, সেদিকে আপাতত তাকিয়ে প্রায় সকলেই। তারই মাঝে পরিচালকের আচমকা অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সৃজিতের দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরা।