বিপর্যয় মোকাবিলা কর্মীরা বাঁচালেন সমুদ্রে তলিয়ে যাওয়া দুই পর্যটককে

সমুদ্রে তলিয়ে যাওয়া দুই যুবককে উদ্ধার করলেন রাজ্য সিভিল ডিফেন্সের দুই কর্মী। সুন্দরবনের মৌসুনি দ্বীপে কলকাতা থেকে চার বন্ধু বেড়াতে এসেছিলেন। সমুদ্রে স্নান করতে নামেন দুই বন্ধু অয়ন ব্রহ্ম ও সুমিত চৌধুরী। জলের টানে তলিয়ে যান দুই যুবক। মৌসুনি দ্বীপের সি বিচে থাকা দুই ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মী তরুণ ও অর্ক দেখতে পেয়ে মাছ ধরা নৌকা নিয়ে সমুদ্রের মাঝবরাবর চলে যান। সেখান থেকে দু’জনকে উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা। ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিক ঋত্বিক হাজরা বলেন, ‘‘কলকাতা থেকে চার বন্ধু বেড়াতে এসেছিলেন। ওঁরা কেউ সাঁতার জানেন না। গভীর সমুদ্রে স্নান করতে নেমে দু’জন তলিয়ে যান। তাঁদের উদ্ধার করা হয়েছে। সি বিচ জুড়ে আমাদের চারজন করে ডিজাস্টার কর্মী থাকেন যাতে কোনওভাবেই পর্যটকরা গভীর সমুদ্রে তলিয়ে না যান।” কোনওভাবে দুর্ঘটনা ঘটলে উদ্ধার করার জন্য সুন্দরবনের একাধিক পর্যটক কেন্দ্রের দ্বীপে নজরদারি চালিয়ে যাচ্ছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা।

error: Content is protected !!