‘বিজেপির রথযাত্রা-র পাল্টা দুয়ারে দুয়ারে ‘দিদির দূত’, তৃণমূলের নতুন জনপ্রিয় অ্যাপ

বিজেপির রথযাত্রার পাল্টা কর্মসূচি। স্রেফ মোবাইল অ্যাপ নয়, ভোটের প্রচারের এবার ‘দিদির দূত’ হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবেন তৃণমূলের শীর্ষ নেতারা। ‘দিদির দূত’ অ্যাপ্লিকেশন স্বল্প সময়ের মধ্যে ১ লক্ষ গ্রাহক পার করল এবং ‘দিদির দূত’ গাড়ির শুভ উদ্বোধন হল। সোনারপুর থেকে কামালগাজি পর্যন্ত রোড-শো করে এদিন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি,  দিদির দূত অ্যাপ্লিকেশনটির সূচনা হয় এবং এটিকে ৮ দিনের মধ্যেই ১ লক্ষের বেশি মানুষ ডাউনলোড করে ফেলেন। দিদির দূত এই ধরণের প্রথম একটি অ্যাপ্লিকেশন, যা নির্মিত হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এটির মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ সরাসরি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে এবং তাঁর কাজ-উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জানতে পারবেন। দিদির দূত অ্যাপ্লিকেশন যাঁরা ব্যবহার করবেন, তাঁরা সরাসরি দিদির সঙ্গে সংযুক্ত হতে পারবেন এবং দিদির সভাগুলি সবার সঙ্গে একই সময় দেখতে পাবেন। দিদির প্রত্যেক কাজ কর্মের ,চিন্তা ভাবনার ও অনুষ্ঠানের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন। ব্যবহারকারীরা রাজ্যজুড়ে নতুন তথ্য, খবরাখবর, ফটো, ভিডিও সম্পর্কেও অবগত থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের মতামত এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পৌঁছে দিতে পারবেন অ্যাপ ব্যবহারকারীরা। অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। পাশাপাশি যে কোনও ব্যক্তি যাঁরা দিদির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তাঁর বার্তাকে, উদ্দেশ্যকে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাঁরাও এই গাড়ির মাধ্যমে দিদির বার্তাবাহক (দূত) হতে পারবেন। যে কোনও ব্যক্তি এই দিদির দূত যানের গায়ে থাকা QR কোড স্ক্যান করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন।