করোনার জেরে পিছিয়ে গেল ইউপিএসসি-র সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা

করোনা সংক্রমণের কারণে এবারও পিছিয়ে গেল ইউপিএসসি পরীক্ষা। গতবারও একই কারণে পিছিয়ে গিয়েছিল সর্বভারতীয় সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা। বৃহস্পতিবার ইউপিএসসি-র তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক কোভিড পরিস্থিতিতে পরীক্ষাসূচি পরিবর্তিত হচ্ছে। ২৭ জুন হওয়ার কথা ছিল সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা। বদলে তা প্রায় চার মাস পিছিয়ে হবে ১০ অক্টোবর। কমিশনের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। প্রশাসনিক স্তরে আমলা নির্বাচন হয়ে থাকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। গত বছরও করোনার কারণে পিছিয়ে গিয়েছিল এই পরীক্ষা। গোটা প্রক্রিয়াই বিলম্বিত হয়েছিল। এবছরও প্রায় একই পরিস্থিতি। ইউপিএসসি প্রিলিমিনারি প্রায় ৪ মাস পিছোল। এরপর মেনস এবং ইন্টারভিউ শেষে যোগ্য প্রার্থী নির্বাচন করে, তবেই হবে নিয়োগ। ফলে ২০২১ এও আমলা নিয়োগের প্রক্রিয়া অনেকটা পিছনোর আশঙ্কা। এতে সবচেয়ে বিপাকে আবেদনকারীরা। তাঁরা ২৭ জুন পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন। এখন তাঁদের ১০ অক্টোবর অবধি অপেক্ষা করতে হবে।