
করোনার কোপে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বেলুড় মঠ
আগামী ৫ জানুয়ারি খোলার আগেই করোনার কোপে ফের মঠ বন্ধের বিজ্ঞপ্তি জারি করল বেলুড় মঠ কর্তৃপক্ষ ৷ সরকারিভাবে আজ সোমবার থেকে সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখার ঘোষণার ফলেই মঠ বন্ধের এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ। সোমবার থেকে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে ৷ রবিবার নবান্ন থেকে এই নির্দেশিকা জারি হওয়ার পরই ফের অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মঠ কর্তৃপক্ষ ৷ মঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই বিষয়ে নির্দেশিকা দেওয়া হয় ৷ রাজ্যজুড়ে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে রবিবার সাংবাদিক বৈঠক করে ফের কোভিড বিধি লাগু করে রাজ্য সরকার ৷ সেখানেই সোমবার থেকে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই নির্দেশিকা মেনেই রবিবার রাতে বেলুড় মঠের পক্ষ থেকে একটি সোশাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । সেখানেই বলা হয়েছে, ‘পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । পশ্চিমবঙ্গ সরকারের ২ জানুয়ারি দেওয়া কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ।’